করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯৬ হয়ে গেছে। এরই মধ্যে কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের খোঁজ মিলল। এবারও আক্রান্তের সঙ্গে লন্ডন যোগ পাওয়া গেল। বালিগঞ্জের বছর ২২-এর যুবক গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন বলে জানা গিয়েছে। তারপর থেকে তিনি গৃহ পর্যবেক্ষণে ছিলেন বলে দাবি। তবে তাঁর শরীরে করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ বাড়তে থাকায় তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে যোগাযোগ করেন।
বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেন্দ্রীয় সরকারের চিকিৎসা গবেষনা কেন্দ্র পূর্ব ভারতের নাইসেডের অধিকর্তা এস শান্তা জানিয়েছেন ওই যুবকের রিপোর্ট পজিটিভ এসেছে। এনিয়ে কলকাতায় করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ২। প্রসঙ্গত, এর আগে নবান্নের স্বরাষ্ট্র দপ্তরের আমলার ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি লন্ডন থেকে কলকাতায় ফিরেছিলেন। যদিও তিনি চিকিৎসা না করে দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেন। এর জেরে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার ফের করোনা আক্রান্তের সঙ্গে লন্ডন যোগ মিলল।