শুধু জেলায় নয়, খোদ শহর কলকাতাতেও কড়া নাড়ছে বিপদ। মহানগরে ভূগর্ভস্থ স্তর ক্রমশ নিন্মমুখী হচ্ছে। এর ফলে শহরের বেশ কিছু জলাশয় শুকিয়ে যেতে শুরু করেছে। পুরসভা সূত্রে এই তথ্য জানা গেছে। যা ভবিষ্যতের পক্ষে অশনিসংকেত বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। জানা গেছে ১৫ বছর আগেও কলকাতা পুরসভা এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর ছিল ৭ থেকে ১০ মিটারের মধ্যে। কিন্তু গত কয়েক বছরে সেই স্তর নেমে গিয়ে ১৪ থেকে ১৬ মিটারে দাঁড়িয়েছে। এরমধ্যে মধ্য ও দক্ষিণ মধ্য কলকাতার অবস্থা সবচেয়ে খারাপ বলে জানা গেছে। ২০১৭ সালের একটি সমীক্ষা রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, আলিপুর, পার্কসার্কাস, বাবুঘাট, বালিগঞ্জের আশেপাশে জলস্তর পাঁচ মিটার নেমে গিয়ে ১৪-১৬ মিটারে দাঁড়িয়েছে। তবে দক্ষিণ শহরতলির অবস্থা কিছুটা হলেও ভালোর দিকে রয়েছে।
জানা গেছে ওই সময় কলকাতার বিভিন্ন জায়গায় টিউবওয়েল বসানো হয়েছে। তবে ভূগর্ভস্থ জল নেমে যাওয়া আর্সেনিক দূষণের বিপদের কথা মাথায় রেখে কলকাতা পুরসভা এখন নিয়ন্ত্রিতভাবে টিউবওয়েল বসানোর অনুমতি দিচ্ছে। আবার জলস্তর নেমে যাওয়ার ফলে টিউবওয়েল বসাতে আগের তুলনায় অনেক বেশি পাইপ ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে জলস্তর নেমে যাওয়ার কারণে প্রচুর সংখ্যক টিউবওয়েল খারাপ হয়ে যাচ্ছে। এমনকী বিশেষজ্ঞদের মতে জলস্তর নেমে যাওয়ার ফলে শহরের কোন কোন খেলাটি ঘরবাড়ি ও বসে যেতে শুরু করেছে তারা আশঙ্কা করছিলেন এমনটা চলতে থাকলে ভবিষ্যতে কলকাতার পক্ষে অনুসর্গ বিপদ নেমে আসতে পারে। পুরসভা জানাচ্ছে, ভূগর্ভস্থ জলের স্তর ঠিক রাখতে হলে ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল তোলা বন্ধ করতে হবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ওয়াটার রিচার্জিংয়েরও ব্যবস্থা করতে হবে।