খেলা

কলকাতা নাইট রাইডার্স মাঠে নামছে ২৩ সেপ্টেম্বর। জেনে নিন কেকেআরের ক্রীড়াসূচি

অবশেষে প্রকাশিত হয়েছে আইপিএলের ১৩ তম মরসুমের সম্পূর্ণ ক্রীড়াসূচি। ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএল ২০২০-র অভিযান। বাংলার প্রাণের দল কলকাতা নাইট রাইডার্স মাঠে নামছে ২৩ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে কার্তিক, রাসেল, নারিনদের প্রতিপক্ষ রোহিত শর্মার দল। সূচি প্রকাশের পর কেকেআরের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানানো হয় ২৩ সেপ্টেম্বর থেকে অভিযান শুরুর কথা।

আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স আমিরশাহি পৌঁছেছে গত বৃহস্পতিবার। ৬ দিনের কোয়ারান্টাইনের মেয়াদও শেষ করেছে তারা।

কেকেআরের আইপিএল সূচি

১) ২৩ সেপ্টেম্বর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

২) ২৬ সেপ্টেম্বর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

৩) ৩০ সেপ্টেম্বর দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

৪) ৩ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

৫) ৭ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

৬) ১০ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। ভারতীয় সময় সাড়ে তিনটে থেকে শুরু ম্যাচ।

৭) ১২ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

৮) ১৬ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কেকেআরের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

৯) ১৮ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এসআরএইচের মুখোমুখি হবে কেকেআর। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

১০) ২১ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দীনেশ কার্তিকদের প্রতিপক্ষ বিরাট কোহলির আরসিবি। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

১১) ২৪ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে শুরু ম্যাচ।

১২) ২৬ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু খেলা।

১৩) ২৯ অক্টোবর দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কেকেআরের প্রতিপক্ষ এমএস ধোনির সিএসকে। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু ম্যাচ।

১৪) ১ নভেম্বর নিজেদের শেষ লিগ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছেন দীনেশ কার্তিকরা। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

Loading

Leave a Reply