তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিকভাবে কার্যত শীতঘুমে চলে গিয়েছেন এককালে মুখ্যমন্ত্রীর সাধের কানন তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। মাস কয়েক আগে শোভন বাবুর পারিবারিক বান্ধবী তথা অধ্যাপিকা বৈশাখী বন্দোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে কম জল ঘোলা হয়নি। কিন্তু গেরুয়া শিবিরে শামিল হওয়ার পর রাজনৈতিকভাবে কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছেন শোভন বাবু। তাই পুরো নির্বাচনের আগে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কে সক্রিয় করতে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
এমনকী শোভন বাবুকে একই রকম বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষও। এমনকী শোভন চট্টোপাধ্যায়কে পুর নির্বাচনে কলকাতায় বিজেপির মুখ করা যায় কি না তা নিয়েও রাজ্য নেতৃত্ব নাকি চিন্তাভাবনা শুরু করেছে। এমনকী এ ব্যাপারে রাজ্য নেতৃত্বকে প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই শোনা যাচ্ছে। যদিও এখনও পিকচারে দেখা যাচ্ছে না শোভন বাবুকে। প্রসঙ্গত কয়েক দিন আগে শোভনবাবু ফের ঘরওয়াপসি করতে পারেন বলেও যথেষ্ট শোরগোল উঠেছিল। এদিকে সম্প্রতি বেহালার দলীয় সভায় শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের দায়িত্ব তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
আর এই ঘটনার জেরেই শোভনের তৃণমূলে ঘরওয়াপসি কার্যত থমকে গিয়েছে বলে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন। তাই এই পরিস্থিতিতে জেপি নাড্ডার শোভনকে চাঙ্গা করার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে কি কলকাতা পুরভোটে শোভনকে বিজেপির মুখ করে লড়াইয়ে নামতে চলেছে গেরুয়া শিবির। সেই জল্পনায় এখন উঁকি দিচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে।