তৃণমূল কংগ্রেসের আনন্দ সাড়ে পাঁচঘণ্টাও স্থায়ী হল না। বৃহস্পতিবার সকালে ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটের পর সবুজ আবিরে উৎসব শুরু করে দিয়েছিল শাসকদল। কিন্তু বিকেলেই কলকাতা হাইকোর্ট ওই আস্থা ভোট খারিজ করে দিল। জানিয়ে দিল, ভাটপাড়ার ভবিষ্যৎ পুর আইন মেনে ঠিক হবে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা আদালত বলে দেবে।
যদিও বিচারপতি অরিন্দম সিনহা এদিনের ফলাফল ও বৈঠক খারিজ করে দেওয়ার পর তৃণমূলের তরফে প্রস্তুতি শুরু হয়েছে ডিভিশন বেঞ্চে যাওয়ার।
কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি গারুলিয়া একের পর এক পুরসভা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হওয়ার পর তা পুনর্দখল করে তৃণমূল। গেরুয়া শিবিরের হাত থেকে এই পুরসভাগুলিকে ছিনিয়ে নেয় বাংলার শাসক দল। সম্প্রতি তৃণমূলের হাত থেকে ছাড়া যাওয়া দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস। একমাত্র পুরসভা ভাটপাড়া ও বৃহস্পতিবার আস্থা ভোটের মাধ্যমে পুনর্দখল করল তৃণমূল কংগ্রেস আজ। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট ছিল। ১৯-০ ভোটে জয়ী তৃণমূল। বিজেপির দাবি, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান সৌরভ সিংহ নিয়ম ভেঙে আস্থাভোট করেছে। অন্যদিকে তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা হয়েছিল আইন অনুসারে ১৫ দিনের মেয়াদ শেষ হওয়ার পরেও পুরপ্রধান বৈঠক ডাকেন নি। তাই তৃণমূলের তিন কাউন্সিলের বৈঠক ডাকেন। সরকারিভাবে নিয়মভঙ্গের কোন কথায় নেই।
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর দুর্গ বলে খ্যাত ভাটপাড়া পুরসভায় বড় ধাক্কা খেতে হয় বিজেপিকে। বৃহস্পতিবার ছিল ভাটপাড়া পুরসভার আস্থা ভোট। সেখানে বিজেপির কোনও কাউন্সিলর যাননি। অন্যদিকে বোর্ড দখলের ম্যাজিক ফিগারের থেকে বেশি সংখ্যক তৃণমূল কাউন্সিলর এক্সিকিউটিভ অফিসারের ডাকা বৈঠকে উপস্থিত হন। ১৯-০ ব্যবধানে জিতে ভাটপাড়া পুরসভার দখল নেয় শাসকদল। কিন্তু বিকেলেই কলকাতা হাইকোর্ট ওই আস্থা ভোট খারিজ করে দিল। জানিয়ে দিল, ভাটপাড়ার ভবিষ্যৎ পুর আইন মেনে ঠিক হবে।