জেলা

কলেজ স্ট্রিটে পুরনো বাড়ির বারান্দা ভেঙে বিপত্তি, জখম ৩

কলকাতার কলেজ স্ট্রিটে একটি পুরনো বাড়ির বারান্দা ভেঙে গিয়ে তিনজন জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ ওই বহুতল বাড়ির তিনতলার বারান্দায় দু’জন মিস্ত্রি কাজ করছিলেন। আর তখনই সম্পূর্ণ বারান্দাটি ভেঙে রাস্তার উপরে পড়ে যায়। তাতে কাজ করা দুই মিস্ত্রিও পড়ে গিয়ে জখম হয়েছেন।

তাঁদের পাশাপাশি ঘটনায় মহিলাও জখম হয়েছেন। ঘটনাস্থলে পুলিস বাহিনী এসে জখম তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঠনঠনিয়া কালী মন্দিরের দিকে যেতে রাস্তায় এই পুরনো বাড়িটি রয়েছে। যার নীচে প্রচুর দোকানপাটও আছে। তাছাড়াও কলেজ স্ট্রিট এমনিতেই জনবহুল এলাকা। সকালের দিকে ঘটনাটি ঘটায় রাস্তায় মানুষজনের সংখ্যা কম ছিল। তা না হলে বড়সড় বিপদ হতে পারত। জখম হওয়া দুই মিস্ত্রিকে এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া জখম মহিলার চিকিৎসা চলছে মেডিকেল কলেজ হাসপাতালে। সমস্ত এলাকায় নজরদারি করছে পুলিশ।

এছাড়া ঠনঠনিয়া কালী মন্দিরে যাওয়ার রাস্তাও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের পর ওই রাস্তা খোলা হবে বলে জানা গেছে।

Loading

Leave a Reply