এবারে বিদ্যুৎ ও জলের দাবি তোলায় স্থানীয় মানুষদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় কাউন্সিলরের মারের হাত থেকে রক্ষা পেল না মহিলারাও। এরপরই সকলে একজোট হয়ে পথ অবরোধে নামেন এলাকার মানুষ। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের মনসাতলার বাসিন্দারা আজ স্থানীয় কাউন্সিলরকে উম-পুনের দিন থেকে বন্ধ হওয়া জল ও বিদ্যুতের দাবি তোলেন। অভিযোগ সে সময়ই এলাকার মানুষদের উপর চড়াও হয় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় পাল।
সঞ্জয় ও তার দলবল মারধর করে মহিলাদেরও বলে অভিযোগ। এরপরই স্থানীয় বাসিন্দারা চুঁচুড়া-ত্রিবেনী ৪ নম্বর রুট অবরোধ করে। জল ও বিদ্যুতের পাশাপাশি তাঁদের দাবি ছিল অভিযুক্ত ওই কাউন্সিলরকে প্রকাশ্যে তাঁদের কাছে ক্ষমা চাইতে হবে। যদিও পরে বিদ্যুত দপ্তরের কর্মীরা এসে কাজ শুরু করায় তাঁরা অবরোধ তুলে নেয়। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত কাউন্সিলরের টিঁকি খুঁজে পাওয়া যায়নি। ফোনেও তাঁর সাথে যোগাযোগ করা যায়নি।