উত্তরপ্রদেশের মির্জাপুরে স্কুলের মিডডে মিলের রান্নার কড়াইয়ে পড়ে তিন বছরের শিশু কন্যার মৃত্যু ঘিরে চরম গাফিলতির অভিযোগ সামনে এসেছে। জানা গেছে সোমবার সকালে স্কুলে মিডডে মিলের রান্না চলছিল। সেই সময় পাশেই খেলছিল কিছু ছোট শিশু। তাদের মধ্যে তিন বছরের একটি শিশু কন্যা হঠাৎই ফুটন্ত সবজির কড়াইয়ে পড়ে যায়। সেই সময় রাধুনি কানে হেডফোন দিয়ে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে ওই শিশুটিকে নজর দিতে পারেননি। আশপাশের শিশুরা হঠাৎ চিৎকার করে উঠতে ঘোর ভাঙে রাধুনির। তড়িঘড়ি পালিয়ে যায় সে। পরে শিশুটিকে ফুটন্ত করার মধ্য থেকে তুলে হেলথ ক্লিনিকে নিয়ে গেলে, তার মৃত্যু হয়।
জেলাশাসক সুশীল পটেল জানিয়েছেন, এয়ারফোন গুঁজে কথা বলতে বলতে রান্না করার জন্যই তিন বছরের শিশু কন্যাটিকে রাঁধুনি খেয়াল করেনি। আর খেলতে খেলতে শিশুটি পড়ে যায় কড়াইয়ের মধ্যে। জেলাশাসক জানিয়েছেন, সেখানে মোট ছ’জন রাধুনি কাজ করেন। তার মধ্যে একজনের গাফিলতির জেরেই এই বিপত্তি। তবে, সমস্ত বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে শিশুকন্যার বাড়ির লোক জানিয়েছেন, ৩ বছরের শিশুকন্যাটি সহ তার আরও দুই ভাই ওই স্কুলে পড়াশোনা করে। মিড ডে মিলের রাধুনির বেখেয়ালের জন্যই তাদের কসরত দিতে হচ্ছে। কানে এয়ারফোন লাগিয়ে রান্না করার জন্যই এই বিপত্তি। ছোট শিশুরা কিবা বোঝে। রাঁধুনিদের উচিত ছিল বাচ্চা গুলির দিকে নজর দেওয়া। তাঁরা আরও বলেন, ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গায় রান্না হয় বলেই এমন বিপত্তি ঘটেছে। তিন বছরের ছোট্ট শিশু কন্যার মৃত্যুর জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।