রিপোট : গোঘাট: গোঘাটের কামারপুকুর মঠ ও মিশনের এক মহারাজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ওই মহারাজের নাম স্বামী অবিস্তানন্দ জি মহারাজ।জানা গেছে তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে ভুগছিলেন। আর সেই জন্যই তিনি মানসিক অবসাদের দিন কাটাচ্ছিলেন। বৃহস্পতিবার তাকে মঠের মধ্যে সন্ন্যাসীদের আবাসস্থলে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষামূলক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
মঠ সুত্রে জানা গেছে মৃতের আবাস স্থল থেকে একটি সুই সাইড নোট পাওয়া যায়।সেখানে তিনি অসুস্থতার কথা লিখে গেছেন।এদিন আরামবাগ মহকুমা হাসপাতালে তার ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। তবে মহারাজের মৃত্যুতে শোকের ছায়া কামারপুকুর মিশন।