রাজ্য

কারশেডে স্যানিটাইজার দিয়ে ট্রেন পরিষ্কার, বাদ যাচ্ছে না ছিটকিনিও

এবার হাওড়ার কাড়শেডে ট্রেনের বগি গুলিকে পরিষ্কার করার পাশাপাশি করোনা মুক্ত করার জন্য স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। জানা গেছে নিয়মিত প্রায় ৯০০ থেকে ৯৫০ টি বগি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এই কারশেডে। এবার পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটির সিট, বসার জায়গা, বাথরুম, পায়খানা থেকে শুরু করে মুখ ধোয়ার বেসিন। এমনকী প্রবেশদ্বারের ছিটকিনিগুলিও বাদ দেওয়া হচ্ছে না।

প্রতিটি জায়গায় স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। এমনকী কারশেড থেকে বেরনোর পরে রাস্তার মধ্যেও স্যানিটাইজারের কাজ হচ্ছে বগিগুলিতে। সমস্ত দিক থেকে পুরোপুরি সাফ করে স্যানিটাইজার দেওয়ার পরেই যাত্রী পরিবহণের জন্য ট্রেন গুলি কে ব্যবহার করা হচ্ছে। কোনওভাবাই যাতে যাত্রীদের থেকে ট্রেনের মাধ্যমে জীবানু না ছড়ায় সে ব্যাপারেই দেখা হচ্ছে। এখন দেখার রাজ্য থেকে কেন্দ্র প্রশাসন, উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ, সহ প্রতিটি মানুষই করোনা নিয়ে সতর্ক। কত দ্রুত এই ভাইরাসের থেকে মুক্তি পায় ভারতবর্ষসহ সমগ্র পৃথিবীর মানুষ।

Loading

Leave a Reply