জেলা

কালীমন্দিরে বিস্ময়কর পায়ের ছাপ !

কালীমন্দিরে বিস্ময়কর পায়ের ছাপ! পায়ের ছাপ দেখতে ভিড় জমেছে ভক্তদের। সিউড়ী পৌরসভার অন্তর্গত হাটজান বাজার কলোনির রটন্তী কালী মন্দিরে মঙ্গলবার সকালে হঠাৎ একজোড়া পায়ের ছাপ লক্ষ্য করা যায়। এই পায়ের ছাপকে কেন্দ্র করে শুরু হয়েছে রহস্য। আর সেই রহস্যকে ঘিরে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে মন্দিরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই রটন্তী কালি মন্দিরটি কেবলমাত্র পুজোর সময় খোলা হয়। কিন্তু সকাল বেলায় কি করে পায়ের ছাপ এলো তা নিয়েই রহস্য। একজোড়া পায়ের ছাপের মধ্যে একটি পায়ের ছাপ সুস্পষ্ট এবং অন্যটি আবছা।
মন্দিরের সেবায়েত অথবা স্থানীয়রা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না কিভাবে এমনটা ঘটলো।

এই রটন্তী কালী মন্দির 75 বছরের পুরানো। প্রতিদিন কেবলমাত্র পুজোর সময় মন্দির খোলা হয়।
সেইমতো মঙ্গলবার সকাল বেলা মন্দির খুলতেই দেখা যায় একজোড়া পায়ের ছাপ। সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই হইচই পড়ে যায় এলাকায়।

Loading

Leave a Reply