কাশ্মীর রাজনীতির ময়দানে নামতে চলেছে আরও একটি নতুন দল। ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম এই নতুন দল ঘোষণার খবরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পিপলস ডেমোক্রেটিক পার্টির(পিডিপি) প্রাক্তন বিধায়ক আলতাফ বুখারি কয়েকদিনের মধ্যেই নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন। জানা গিয়েছে, পাঁচ সদস্যের একটি কমিটি ওই দলের খসড়া সংবিধানও প্রস্তুত করছে। সূত্রের খবর, বুখারির দলের নাম হতে পারে আপকি পার্টি অর্থাৎ কাশ্মিরবাসীর দল। গত আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকেই সহ বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক নতুন দল গড়ার ব্যাপারে পরিকল্পনা শুরু করেছিলেন। বিভিন্ন জায়গায় জোর কদমে আলোচনা চলছিল এ ব্যাপারে।
কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু-কাশ্মীর আত্মপ্রকাশ করার পর এবার নতুন দল ঘোষণা করবেন বুখারি। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি আমরা শ্রীনগর থাকতে পারি। কবে দল ঘোষণা হবে, তা নিয়ে চূড়ান্ত দিন পর্যন্ত স্থির করা হয়নি। তবে এক মাসের মধ্যেই দল প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানা গেছে, নতুন এই দলে অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি নতুন জায়গা করে দেওয়া হবে। এদিকে কেন্দ্রীয় সরকার মুখে যতই বলুক কাশ্মীর এখনও স্বাভাবিক হয়নি বলেই অধিকাংশের মত। এই পরিস্থিতিতে সেখানে নতুন আরও একটি দল ঘোষণার খবরে শোরগোল পড়েছে।