করোনা নিয়ে বিস্ফোরক বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কেন্দ্রের চাল অত্যন্ত নিম্নমানের তা কেউই খেতে পারবেন না। এবার এমনই অভিযোগে সুর চড়ালেন অনুব্রত।পাশাপাশি সেই চাল ফেরত পাঠানোরও বন্দোবস্ত করেন তিনি। শনিবার সাংবাদিক বৈঠকে ২ রকম চাল আলাদা দুটি থালায় নিয়ে বসেন। সেখানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। দুটি চাল দেখিয়ে সাংবাদিকদের সামনে পার্থক্য বিচার করেন তিনি। তাঁর দাবি, ছত্তিশগড় থেকে দুস্থদের দেওয়ার জন্য আসা কেন্দ্রের চাল বহু বছরের পুরনো। কমপক্ষে তা ২-৩ বছর তো হবেই। তাঁর দাবি, নিম্নমানের এই চাল সাধারণ মানুষ কেন গরুও খেতে পারবে না।
এদিন অনুব্রত বলেন, কয়েক দিন ধরে বিজেপি নেতা রাহুল সিনহা বলে যাচ্ছেন রাজ্যে রেশন নিয়ে ঝামেলা হচ্ছে, মারপিট হচ্ছে, বাজে চাল দেওয়া হচ্ছে। এরা মিথ্যা কথা বলছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন। তাঁরা বলছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে পদত্যাগ করতে হবে। কিন্তু কেন্দ্র যে চাল দিচ্ছে তার গুণগত মান কি তা আমরা দেখেছি। বীরভূমে যে চাল দেওয়া হচ্ছে তার মান এতটা খারাপ যে মানুষ না গরুও এই চাল খাবে না। কেন্দ্র ছত্তিশগড়ের রায়পুর এবং বিলাসপুর থেকে ২০১৭-২০১৮ সালের চাল পাঠিয়েছে বাংলায়। আমরা এফসিআইয়ের এরিয়া ম্যানেজারকে জানিয়ে দিয়েছি এই পচা চাল নেব না। এই চাল আমরা নেব না। রাজ্য সরকার যে চাল দিচ্ছে তা উন্নতমানের।