কেন্দ্রের আর্থিক প্যাকেজ একটা বিগ জিরো, এটা আদতে অশ্বডিম্ব। প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজকে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিকদের জানান, এই প্যাকেজ টোটালটাই বিগ জিরো। আদতে অশ্বডিম্ব। চোখে ধুলো দেওয়া হয়েছে। মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। ভেবেছিলাম, রাজ্যগুলি কিছু পাবে। কিছুই দেওয়া হল না। আত্মনির্ভরতার কথা বলা হয়েছে। শুধুই ভাষণেই। আত্মনির্ভর কাকে বলে, বাংলা দেখিয়ে দিয়েছে।
মমতা ব্যানার্জির অভিযোগ, স্বাস্থ্যপরিষেবার উন্নয়নে কেন্দ্রের কোনও পদক্ষেপ নেই। কর্মসংস্থানের কথাও বলা হল না। করোনা মোকাবিলার বরাদ্দ কোথায়? বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাজ্য সরকার ৯০ হাজার কোটি টাকা আগেই দিয়েছে। এই দুঃসময়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা। কেন কৃষিঋণ কেন মকুব করা হল ? অন্যান্য সুযোগসুবিধা কেন কৃষকদের দেওয়া হল না? আমরা কাজ করে দেখিয়ে দিয়েছি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল। বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। আয়কর রিটার্নের সময়সীমা বৃদ্ধি প্রত্যাশিত। রাজ্যের হাতে কোনও টাকা নেই। রাজ্যগুলি চলবে কীভাবে। মমতা আরও বলেন, লকডাউনের নাম করে রাজ্যগুলিকে লকআউট করে দেওয়া হচ্ছে। আমি এর তীব্র ধিক্কার জানাই। আমরা ভাষণ দিই না। আমরা কাজ করে দেখাই।প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বাংলায় কোভিডের সবচেয়ে ভাল চিকিৎসা হচ্ছে। অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন। এভাবে রাজ্যের বিভিন্ন অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জীবনজীবিকাসহ সব কিছু থমকে গেছে। আবার বলছি, পরিকল্পনা না করে লকডাউন করা হয়েছে। এ–সব কেন্দ্রের হঠকারী সিদ্ধান্ত।