কেরলে বড় সংখ্যক মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হলেও প্রাণহানি ঘটেনি কারোরই। কিন্তু এবার করোনার থাবায় প্রাণ কাড়ল ৬৯ বছরের এক ব্যক্তির। এই প্রথম কেরলে মৃত্যু হল কোনও করোনা আক্রান্তের। ৬৯ বছরের ওই ব্যক্তি হাসপাতালেই মারা যান, সম্প্রতি দুবাই গেছিলেন তিনি। কেরলে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭৬ জন।
২২ মার্চ থেকে হাসপাতালের ভেন্টিলেশনেই রাখা হয়েছিল ওই ব্যক্তিকে। সেই অবস্থাতেই আজ (শনিবার) তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করেন তিনি। কেরলের এর্নাকুলামের বাসিন্দা এই রোগী শনিবার সকাল আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওই ব্যক্তির পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে