রাজ্য

কৈলাশ বিজয়বর্গীর চিঁড়ে তত্ত্বকে খারিজ দিলীপ ঘোষের।

মাঝেমধ্যেই বিজেপি নেতাদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য রাজ্যের মানুষের কাছে হাসির খোরাক হয়ে উঠছে। অনেকেই বলছেন কেবলমাত্র বিজেপি নেতা নয়, অনেক দলেই কিছু কিছু নেতা আছেন যারা এমন সব মন্তব্য করেন যার কোন বাস্তবতা নেই। সদ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীর এমনই এক মন্তব্যকে ঘিরে গোল বেধেছে। গত বৃহস্পতিবার উত্তরবঙ্গের একটি সভাতে গিয়ে কৈলাশ বিজয়বর্গী বলেছিলেন তিনি মানুষের খাদ্যাভ্যাস দেখি তারা কোন দেশের তা চিনে ফেলেন। কিছুদিন আগেই তার বাড়িতে কিছু রাজমিস্ত্রি কাজ করছিল। তাদের চিঁরে খাওয়া দেখি তিনি বুঝে যান ওই সমস্ত রাজমিস্ত্রিরা বাংলাদেশী। এরপরই তৃণমূল মহিলা সমিতি এই নিয়ে পথে নামে। ক্ষুব্ধ হয়ে ওঠে রাজ্যের বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।

উত্তরবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রিয় খাবারের তালিকায় রয়েছে চিঁড়ে। দই-চিঁড়ে দিয়ে অনেক জায়গায় অতিথিদের আপ্যায়ন করা হয়। কৈলাস বিজয়বর্গীয়র চিঁড়ে নিয়ে এমন মন্তব্য মেনে নিতে নারাজ বাংলার বাসিন্দারা। যা কিছুটা হলেও বিজেপিকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যকে সমর্থন না করে দিলীপবাবু অন্য পথে হেঁটে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেন পোহা (চিঁড়ে) খেলেই কেউ বাংলাদেশি হয়ে যায় না”। দিলীপবাবু সাফ জানান, তিনিও চিড়ে খান, বাংলার বাসিন্দাদের কাছে চিড়ে একটা বড়ো ব্যাপার।

Loading

Leave a Reply