এক সময় কোনও ক্রিকেট ম্যাচ মানেই বিভিন্ন ধরনের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে নজর কাড়ত কোকাকোলা। বিভিন্ন ক্রিকেটারও কোকাকোলার বিজ্ঞাপন এর সঙ্গে যুক্ত ছিলেন। কোকাকোলার বিজ্ঞাপন সম্পর্কিত বিভিন্ন কাহিনী মানুষের মনোরঞ্জন করত বটে। এবার ইংরেজির পাশাপাশি কোকাকোলার বিভিন্ন পানীয়ের বোতলের প্যাকেজ লেভেল বাংলাতে লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোকাকোলার ভারত ও দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান টি কৃষ্ণকুমার সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন। তিনি বলেন, কোকাকোলার পানীয়র প্যাকেজ আঞ্চলিক ভাষায় লেখা পশ্চিমবঙ্গ থেকেই প্রথম শুরু হল এবং বাংলাই প্রথম আঞ্চলিক ভাষা যাতে পানীয়ের নাম লেখা হবে।
এই উদ্যোগের মূলমন্ত্র হল ক্রেতাদের যতটা সম্ভব কাছে পৌঁছে যাওয়া। অর্থাৎ কাস্টমারের মন জয় করা। ২০১৭ সাল খেকে তাদের পণ্য দেশের বিভিন্ন প্রান্তে আরো জনপ্রিয় করে তুলতে স্থানীয়করণ এর উপর জোর দেওয়া হচ্ছে। এই উদ্যোগ সেই সামগ্রিক পরিকল্পনায় একটি অঙ্গ। কোলা পানীয়ের পাশাপাশি স্থানীয় ভাবে পাওয়া যায় এমন ফলের পানীয় তৈরি শুরু করেছে কোকাকোলা। যাতে তাদের পণ্যের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আরো বেড়ে যায়। এ ছাড়াও আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে কোকাকোলার বিজ্ঞাপনী চুক্তিবদ্ধ হওয়ার কথাও ঘোষণা করেন কৃষ্ণ কুমার।