বিশ্ব

কোভিড-১৯ সুযোগে মাস্ক পরে দুর্ধর্ষ চুরি

ঢাকা :- করোনা প্রতিরোধে মাস্কসহ মাথায় টুপি এবং নিরাপদ থাকতে নানা ধরণের প্রতিরোধী পণ্য ব্যবহার করছেন সাধারণ মানুষ। এই সুযোগ নিয়ে একটি চক্র রাজধানী ঢাকার একাধিক জায়গায় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মালামাল চুরি করেছে। বুধবার রাতে মালিবাগ চৌধুরী পাড়ায় ডিআইটি সড়কে একটি মোবাইল ফোন ও ল্যাপটপের দোকানের সাটারের তালা কেটে সাত-আট জন চোর ল্যাপটপ, বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মাস্ক পরিহিত কয়েক জন যুবক তালা কেটে চুরি করে। তখনো রাস্তা ও ফুটপাত দিয়ে লোকজন চলাচল করছে। এ সময় কেউ বাইরে দাঁড়িয়ে গল্প করছে, আর কেউ চুরির কাজটি করছে। তালা কেটে সাটার অল্প উচ্চতায় তুলে ভেতরে প্রবেশ করে। তাদের মুখে মাস্ক থাকায় শনাক্ত করতে হিমশিম খাচ্ছে পুলিশ।

অপর দিকে যাত্রাবাড়ি এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যবান জিনিসপত্রসহ আনুমানিক কুড়ি লাখ টাকার মালামাল চুরি করে। ব্যবসা প্রতিষ্ঠানের সিসিক্যামেরায় মাস্ক পরা অবস্থায় এক ব্যক্তির ফুটেজ থাকলেও তাকে চিহ্নিত করতে পারছে না পুলিশ। কারণ, মাস্ক পরার কারণে তাকে সঠিকভাবে চেনার কোন উপায় নেই। দু’দিন আগে গভীররাতে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগের মনোয়ারা মেডিক্যাল হলের সাটার খুলে দুই জন মাস্ক পরিহিত ব্যক্তি প্রবেশ করেন। দোকানের সাটার অর্ধেক খোলা ছিল। বাইরে ছিল প্রাইভেট কার। তারা দোকান থেকে ওষুধের কার্টুনে করে মালা নিয়ে প্রাইভেট কারে চলে যায়।

দোকান মালিক মুহাম্মদ মুনীর হুসাইন ভোর ৪টার দিকে স্থানীয় সিকিউরিটি গার্ডের মাধ্যমে জানতে পারেন, তার দোকানে চুরি হয়েছে। তিনি পুলিশকে জানিয়েছেন, প্রায় ৩ লাখ টাকার ওষুধ ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় একটি চুরির মামলা করেন। পুলিশ দোকানে এসে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ নিয়ে যায়। ভিডিও ফুটেজে মাস্ক পরিহিত দুইজন দেখতে পেলেও তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পুলিশ জানায়, ভিডিও ফুটেজ ধরে এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। কেউই তাদের শনাক্ত করতে পারছে না। পুলিশের ধারণা এই সিন্ডিকেট যাত্রাবাড়ী এলাকা নয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।

Loading

Leave a Reply