জেলা

কোয়ারেন্টাইন সেন্টারকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোলের চুরুলিয়া গ্রাম, গুরুতর জখম ওসি সহ পুলিশ কর্মীরা হাসপাতালে ভর্তি।

সরকারি কোয়ারেন্টাইন সেন্টার তৈরিকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রাম। পুলিশকে লক্ষ্য করে ব্যপক বোমা চলে বলে অভিযোগ। স্থানীয়দের মারে পা ভেঙে গেছে জামুরিয়া থানার ওসি সুব্রত ঘোষের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।



পুলিশ সূত্রে জানা গেছে, জামুরিয়া এলাকায় সরকারিভাবে একটি কোয়ারেন্টাইন আছে। যেখানে বহিরাগত মানুষকে রাখা হয়েছিল। যা নিয়ে এলাকার মানুষ প্রথম থেকেই বিরোধিতা করে আসছিলেন। এদিন সকালে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলতে গেলে সেই সময় অতর্কিতে বাঁশ, লোহার রড নিয়ে স্থানীয় মানুষরা পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ও গুলি ছোড়া হয় বলেও পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে। মুহুর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এলাকা। স্থানীয়দের মারে তিনজন মহিলা পুলিশ কর্মী সহ প্রায় কুড়ি জনের মত পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। এই ঘটনায় স্থানীয় মানুষদের অসচেতনতার অভিযোগ তুলেছেন ওয়াকিবহাল মহল। অনেকে বলছেন এক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের সম্পূর্ণ বিষয়টি সরেজমিনে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।



Loading

Leave a Reply