জেলা

ক্রেতাদের কাছ থেকে নেওয়া টাকা ডেটল জলে চুবিয়ে তবে নিচ্ছেন মুদি ব্যবসায়ী।

দোকানে কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে নেওয়া টাকা ছোট একটি পাত্রে ডেটল জলে ধুয়ে রোদে শুকিয়ে নিলেন ব্যবসায়ী। এরপর নিজেও অন্য একটি ডেটল জলের পাত্রে হাত চুবিয়ে ধুয়ে নিচ্ছেন হাত। ক্রেতাদের বাকি যে টাকা ফেরত দিচ্ছেন, সেই টাকাও ডেটল জলে ধুয়ে দিচ্ছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার তাহেরপুর থানা এলাকার বেড়াকামগাছি গ্রামে।

ব্যবসায়ীর দাবি, তিনি শুনেছেন, টাকা থেকেই মূলত ভাইরাস ছড়ায়। বিভিন্ন লোকের হাতে ঘোরাফেরা করে টাকা। তাই সেই টাকাকে ডেটল জলের মধ্যে চুবিয়ে , ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করছেন তিনি।

Loading

Leave a Reply