দেশ

ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে সাধ্যমত নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে সিপিআই এম সহ বিভিন্ন গণ সংগঠনের নেতাকর্মীরা

ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট,দক্ষিণ ত্রিপুরা:- অসহায় ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে সাধ্যমত নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে সিপিআই এম সহ বিভিন্ন গণ সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন ছুটে যাচ্ছেন রাজ্যের গ্রাম পাহাড় সমতলে । সুকান্ত ভট্টাচার্য ,প্রদীপ রায়, শিপ্রা দে, সিধু মিয়া, আনোয়ার হোসেন ,বাবুল কর্মকার, গোবর্ধন কর বাবুল শীলের মত গরীব দুঃস্থ শ্রমজীবী অংশের মানুষেরা বামপন্থীদের কাছে পেয়ে খুবই আবেগের সুরে বলে উঠে বামপন্থীরাই গরীব শ্রমজীবী অংশের মানুষদের সাথী । এরা কেউ রিক্সা চালক ,কেউ পরিচারিকা, কেউ আবার দিন মজুর লক ডাউন এর ফলে কাজকর্ম না থাকাতে অসহায় অবস্থায় দিনযাপন করছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবারও বিলোনিয়া তে গরীব অসহায় শ্রমজীবী অংশের মাঝে খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ করলো বামপন্থী শিক্ষক কর্মচারী সংগঠন ।



বুধবার সকাল সাতটায় ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি HBR বিলোনিয়া বিদ্যাপীঠ শাখার উদ্যোগে ওরিয়েন্টাল ক্লাব সংলগ্ন এলাকা স্থানে ২৫ জন অসহায় শ্রমজীবী অংশের মানুষদের মাঝে নগদ পাঁচ শত টাকা প্রদান করে শিক্ষক সংগঠনের নেতৃত্বরা । নগদ পাঁচ শত করে টাকা পেয়ে খুবই খুশি গরীব শ্রমজীবী অংশের মানুষেরা । এই দিনের অনুষ্ঠানে ছিলেন ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতির বিদ্যাপীঠ শাখার সহ সভানেত্রী পপি সেন, সম্পাদক জীবন দেবনাথ , সংকর দাস ।




অপরদিকে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবিআর রোড বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে অসংগঠিত শ্রমজীবী অংশের মানুষদের মাঝে বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী । সামাজিক দূরত্ব বজায় রেখে বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠ সংলগ্ন স্থানে আয়োজিত হয় ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে । এই দিন মোট ৭৫ জনের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । এই দিনের অনুষ্ঠানে ছিলেন সংগঠনের সভাপতি বিপ্লব ভুঁইয়া , সম্পাদক ধীমান চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা ।


Loading

Leave a Reply