জেলা

খানাকুলে সম্পত্তিগত বিবাদে অ্যাসিড হামলা, জখম সিভিক সহ ৬

খানাকুলে সম্পত্তিগত বিবাদে অ্যাসিড হামলায় গুরুতর জখম হয়েছেন ৬ জন। ঘটনাটি ঘটেছে খানাকুল থানার রাজহাটির মধ্যারঙ্গ এলাকায়। বাড়ির পাশে একটি বাঁশের মাচা করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ অনেকদিন ধরেই চলছিল বলে জানা গেছে। রবিবার সন্ধ্যার পর থেকে ফের এই নিয়ে দুই পরিবারের বিবাদ বাধে। রাত্রি সাড়ে নটা নাগাদ এনিয়ে প্রতিবেশীর সঙ্গে আলোচনা করতে গেলে অভিযুক্ত কানাই সামন্ত অপর পক্ষের লোকজনকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ। এরপরই গুরুতর জখম অবস্থায় ছয়জনকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনা নিয়ে রাতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে খানাকুল থানার ওসি অনিল রাজের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম দের মধ্যে খানাকুল থানার এক সিভিক ভলেন্টিয়ার রয়েছেন বলেও জানা গেছে। ঘটনার পরই মূল অভিযুক্ত কানাই সামন্ত কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। খানাকুল থানা সূত্রে জানা গেছে, জখমদের নাম, ভিক্টর মুলা, অসিত প্রমাণিক, গৌতম দেবনাথ, পবন মুলা ও অঙ্কুর প্রামাণিক। দুই পরিবারের বচসা চলাকালীন বিবাদ থামাতে ঘটনাস্থলে গিয়েছিলেন খানাকুল থানার সিভিক ভলেন্টিয়ার অঙ্কুর প্রামাণিক। তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। জখমদের প্রত্যেকেরই আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।

Loading

Leave a Reply