গোঘাটের বালি এলাকায় রবীন্দ্রনাথ রুইদাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে উত্তপ্ত রয়েছে গোঘাট। ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার বিশাল পুলিশবাহিনী ও র্যাফ। তবে কী কারণে এই ধরনের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশায় এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিল। লোকসভা নির্বাচনের পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এদিন তাকে প্রাণে মেরে ফেলল বলে দাবি করেছেন তৃণমূল নেতারা।
অন্যদিকে স্থানীয় সূত্র আরও জানা গেছে , রবীন্দ্রনাথের এক ছেলের সাথে পড়শী প্রতাপ মল্লিকের স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রতাপের স্ত্রীকে নিয়ে অন্যত্র চম্পট দেয় রবীন্দ্রনাথের বড় ছেলে। পরে তাকে বিয়েও করেছে। একদিকে রাজনৈতিক আক্রোশ অন্যদিকে পারিবারিক আক্রোশের জেরে এদিন ‘খুন’ হতে হল রবীন্দ্রনাথকে বলে দাবি করেছেন এলাকার মানুষ।
যদিও আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ দাবি করেন, এই ঘটনা সম্পূর্ণ পারিবারিক। তৃণমূল তার নিজেদের ঐতিহ্য মত এই ঘটনাকে রাজনৈতিক রঙ চড়াচ্ছে।
অন্যদিকে গোঘাটের বিধায়ক মানস মজুমদার জানান, বিজেপি কয়েকদিন আগে তাদের এক সক্রিয় নেতৃত্বকে পিটিয়ে মেরে ফেলেছিল। সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এক প্রকার দিশাহীন হয়ে গেছে বিজেপি। সেই হতাশা থেকেই তাদের এক সমর্থককে এদিন নৃশংস ভাবে পিটিয়ে মেরে ফেলল প্রতাপ মল্লিক নামে বিজেপির ওই ব্যক্তি।