এলাকাকে করোনা জীবাণুমুক্ত করতে হঠাৎই দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তায় বা খোলা এলাকায় স্প্রে করা হচ্ছে। ইন্দোনেশিয়াতে তো আবার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে সমস্ত রাস্তাঘাট ভাইরাস মুক্ত করার কাজ চলছে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু খুব পরিষ্কার জানিয়ে দিল এইসব করে কোনো কিছু লাভ হবে না। উল্টে হিতে বিপরীত হতে পারে। শনিবার প্রকাশিত খবরে জানানো হয়েছে ক্লোরিন বা বিষাক্ত কিছু দিয়ে খোলা জায়গা জীবাণুমুক্ত করতে গিয়ে তার ফল মারাত্মক হতে পারে। তার কারণ করোনা ভাইরাস এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তা মূলত ড্রপলেট এর মাধ্যমে ছড়িয়ে পড়ে। কাজেই খোলা জায়গায় স্প্রে করতে গিয়ে মানব শরীরে নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
ত্বকের সমস্যা, পেটের সমস্যা, এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। তাই অযথা এই ধরনের কাজ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করছেন হু।তবে পাশাপাশি জানানো হয়েছে এসব ক্ষেত্রে কোন এলাকাকে জীবাণুমুক্ত করতে গেলে সব থেকে ভালো উপায় হচ্ছে কাপড় দিয়ে স্যানিটাইজার করা। স্প্রে করে কোন লাভ হবে না। বিশেষ করে মানব শরীরে এই স্প্রে করা আরও মারাত্মক বলে মনে করা হচ্ছে।