জেলা

গঙ্গা ও পদ্মায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ডিম ভর্তি ইলিশের স্বাদ কার না ভালো লাগে। পুজোর আগে গঙ্গা বা পদ্মার ইলিশের চাহিদা অনেকটাই বেড়ে যায়। যদিও বর্তমান পরিস্থিতি বজায় থাকলে আগামী দিনে নদী থেকে আর ইলিশ পাওয়াই যাবে না বলে মৎস্য বিশেষজ্ঞদের মত। তাই আগামীর কথা চিন্তা করে পদ্মা, গঙ্গা বা রূপনারায়ণে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস্য দপ্তর। ২৪অক্টোবর পর্যন্ত রাজ্যের সর্বত্র এই নির্দেশিকা জারি থাকবে। এইসময় নদীগুলিতে অন্যান্য মাছ ধরা গেলেও ইলিশ ধরার জাল নিয়ে যাওয়া যাবে না। নেট বা কারেন্ট জালও ব্যবহার করা যাবে না। কারণ এই ধরনের জালে ছোট ইলিশ উঠে আসে।

এখন প্রজননের সময়। এই অবস্থায় ডিম ভর্তি ইলিশ ধরলে আগামী দিনে মাছের সঙ্কট দেখা দেবে। সেই কারণেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইলিশ মিষ্টি জলে ডিম দেওয়ার পর আবার ফিরে যায়। নদীতে আসার সময়ই ডিম ভর্তি ইলিশ ধরা কখনোই উচিত নয়। এইসময় বাংলাদেশে মাছ ধরার উপর কড়াকাড়ি করা হয়। ইলিশ ধরার জাল নিয়ে কেউ নদীতে নামলেই ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ সরকারের কড়াকড়ি থাকায় মাছ এরাজ্যের পদ্মাতেও চলে আসে। সেই কারণেই দেড় থেকে দু’মাস জালে দেদার মাছ ওঠে।
মুর্শিদাবাদ জেলায় গঙ্গা এবং পদ্মার উপর প্রায় পাঁচ হাজার মৎস্যজীবী নির্ভরশীল। এই সিদ্ধান্তে তাঁরা বিপাকে পড়েছেন। কারণ অক্টোবর মাসেই পদ্মায় ইলিশের ঝাঁক আসে।

অন্যসময় তা পাওয়া যায় না। তাই আপাতত ভোজনরসিকরা ডিম ভর্তি ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। কিছুদিন সমুদ্রের ইলিশেই স্বাদ মেটাতে হবে। যদিও অনেকেই মনে করছেন, এই নির্দেশিকা খাতায় কলমেই থেকে যাবে। গঙ্গা, পদ্মা থেকে মা ইলিশ ঠিকই উঠে আসবে।

Loading

Leave a Reply