কেন্দ্র সরকারের মন্ত্রী থেকে ছোট বড় নেতারা একটাই কথা বড়াই করে বলেন দেশজুড়ে নাকি বিকাশ চলছে। সবকা সাথ সবকা বিকাশ নাকি মোদি সরকারের একমাত্র মন্ত্র। কিন্তু বাস্তবে কী তা ঘটছে? গত এক বছরে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি কিন্তু অন্য কথাই বলছে। দাম বৃদ্ধির পরিসংখ্যানই যেন বিকাশের তত্ত্বকে অনেকটা ভোঁতা করে দিচ্ছে। ২০২০ সালের মে মাস থেকে এখনও অবধি প্রায় এক বছরে পেট্রলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা ৫৪ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে ১২ টাকা ৯ পয়সা।
গত দু’দিনে ফের পেট্রপণ্যের দাম বৃদ্ধি হয়েছে। এর ফলে সমস্ত রেকর্ড ছাপিয়ে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম হয়েছে ৮৪ টাকা ২০ পয়সা। ডিজেলের দামে রেকর্ড গড়েছে মুম্বাই। সেখানে ১ লিটার ডিজেল কিনতে হচ্ছে ৮১ টাকা ৭ পয়সা খরচ করে। গত দুদিনে পেট্রলের দাম বেড়েছে যথাক্রমে ২৩ পয়সা ও ২৬ পয়সা। ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ২৬ ও ২৫ পয়সা।