বিনোদন

গায়িকা নেহার সাথে গায়ক রোহান প্রীতের বিবাহ নিয়ে মুখ খুললেন নেহার প্রাক্তন প্রেমিক।

পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নেহা কক্কর, সম্প্রতি এমন খবরই শোনা গিয়েছে। এবার নেহার বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রেমিক হিমাংশ কোহলি।

নেহার বিয়ের গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন এক সময়ের প্রেমিক হিমাংশ কোহলি। তাঁর কথায়, নেহা তাঁর জীবনে কাউকে পেয়েছেন, তিনি বিয়ে করছেন একথা জানতে পেরেই তিনি খুশি। নেহা ভবিষ‍্যতে সুখী হোন, এমনটাই কামনা করেছেন অভিনেতা।

এক সময় হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন গায়িকা। দুজনের সম্পর্ক বিয়ে পর্যন্তও গড়াতো। কিন্তু তার আগেই বিচ্ছেদ হয়ে যায় নেহা ও হিমাংশের। এখন অবশ‍্য সেই বিচ্ছেদ বেদনা কাটিয়ে উঠেছেন গায়িকা।

শোনা যাচ্ছে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নেহা। চলতি মাসেই নাকি বিয়ে করে নেওয়ার পরিকল্পনায় রয়েছেন তাঁরা। এমনকি বিয়ে সংক্রান্ত কথাবার্তাও এক রকম চূড়ান্ত হয়ে গিয়েছে নেহা ও রোহনপ্রীতের। দিল্লিতে বসতে চলেছে বিয়ের আসর। তবে করোনার জন‍্য বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক তেমন হবে না বলেই জানা গিয়েছে।

রোহনপ্রীত নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে নেহার সঙ্গে ছবি শেয়ার করতে গুঞ্জনের আগুনে যেন ঘি পড়েছে। এই মুহূর্তে দুজনে তাঁদের নতুন গান ‘ডায়মন্ড কা ছল্লার’ এর প্রচারে ব‍্যস্ত রয়েছেন। নেটিজেনের একাংশের দাবি, আগামী গানের প্রচারের সুবিধার জন‍্যই ছড়িয়েছে নেহা ও রোহনপ্রীতের বিয়ের গুঞ্জন।

ঠিক যেমন এর আগে ইন্ডিয়ান আইডলের মঞ্চে আদিত‍্য নারায়ণের সঙ্গে গায়িকার বিয়ের গুঞ্জন ছড়ায়। বিষয়টি নিয়ে তুমুল শোরগোল হয়েছিল সেই সময়। পরে জানা যায়, ‘গোয়াওয়ালে বিচ মে’ গানের প্রচারের জন‍্যই এত কাণ্ড।

প্রসঙ্গত, গত বছরেই ইন্ডিয়ান আইডলের মঞ্চে সঞ্চালক আদিত‍্য নারায়ণের সঙ্গে নেহার বিয়ের গুঞ্জন চরমে ওঠে। শোনা গিয়েছিল গত বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নেহা ও আদিত‍্য। কিন্তু পরে জানা যায় পুরোটাই রটানো হয়েছিল শোয়ের টিআরপি বাড়ানোর জন‍্য। এমনকি নেহা নিজেও জানিয়েছিলেন আদিত‍্য তাঁর শুধুই ভাল বন্ধু। এখন এটাই দেখার রোহান প্রীতর সঙ্গে নেহার বিবাহ জীবন কবে এক সুতোয় বাধা হয় বা আদৌ বাধা হয় কিনা!

Loading

Leave a Reply