কাশ্মীরকে বিতর্কিত ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে গুগল ম্যাপসে। ভারতীয় সীমান্তের নতুন নকশায় এই উল্লেখ করা হয়েছে। তবে ভারতের মধ্যে বসে দেখলে কাশ্মীরকে এদেশেরই অংশ হিসেবে দেখতে পাচ্ছেন সকলে। কিন্তু ভারতের বাইরে গেলেই বদলে যাচ্ছে মানচিত্র। সেখানে কাশ্মীরকে ডটেড লাইন দিয়ে ভারত থেকে পৃথক করে দেখানো হচ্ছে। গুগল ম্যাপসে বিতর্কিত এলাকাগুলো চিহ্নিত করতেই এই ডটেড লাইন ব্যবহার করা হয়। সম্প্রতি প্রথম সারির একটি মার্কিন দৈনিকে এই খবর প্রকাশিত হওয়ার পর এই শোরগোল পড়ে গেছে। বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করতেই দেখা গিয়েছে, ভারত ছাড়াও বিভিন্ন দেশের সীমানায় বদল করেছে গুগল।
তবে কোথা থেকে সংশ্লিষ্ট দেশের মানচিত্রটি দেখা হচ্ছে এটি বদল তার উপরই নির্ভর করবে। যদিও এই বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, বিতর্কিত অঞ্চল গুলিকে চিহ্নিত করার ক্ষেত্রে গুগলের নিজস্ব সুস্পষ্ট ধারাবাহিক নীতি রয়েছে। যেখানে যেখানে গুগল ম্যাপসের স্থানীয় সংস্করণ রয়েছে, সেখানে সংশ্লিষ্ট দেশের যাবতীয় আইন মেনেই সমস্ত কিছু করা হয়। এর মানে এই নয় যে, আমরা কোনও পক্ষ নিয়ে কাজ করেছি। আমাদের একমাত্র লক্ষ্য বাস্তব সত্যকে ভিত্তি করে ব্যবহারকারীদের সামনে নির্ভুল মানচিত্রে তুলে ধরা।