রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR দায়ের বেলেঘাটা থানায়। জানা গেছে অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘সেদিন দুজনে…’ নিয়ে বিতর্কে নাম জড়ায় তার। তাছাড়া তার লেখা ও গাওয়া গান ঘিরে নানা সময়ে নানা বিতর্কে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একটি গানের ‘কলি’ পিঠে লিখে বসন্তোৎসবে অংশগ্রহণ করে কিছু পড়ুয়া। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবংপরে আটকও করা হয়। শেষে ক্ষমা চেয়ে নিলে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ’সব নিয়ে বিশেষ মাথাব্যথা নেই খোদ রোদ্দুর রায়ের।
জানা গিয়েছে, কলকাতায় জন্ম রোদ্দুর রায়ের। বর্তমানে তিনি দিল্লিবাসী। পূর্ব মেদিনীপুরের দেপালে রামনগর কলেজ থেকে স্নাতক হন। কখনও নিজের লেখা, কখনও কবিগুরুর গানে গালমন্দ জুড়েই চলছে তাঁর সঙ্গীতচর্চা ! গোগ্রাসে তাই গিলছে নেটিজেনরা ! তাই দেশের সর্বোপরি বাংলার ঐতিহ্য যাতে ভূলুণ্ঠিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করল ঐক্যমঞ্চ।