গুরুতর পথ দুর্ঘটনার শিকার হলেন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। দুর্ঘটনায় গুরুতর জখম হলেন স্বয়ং সমষ্টি উন্নয়ন আধিকারিক ছোগেল মুক্তান তামাং। স্থানীয় সূত্রে জানা যায় বেলা দেড়টা নাগাদ তপন থানার করদহ এলাকায় পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে রাস্তার ওপর বিছিয়ে রাখা ধানে গাড়ির চাকা স্কিট করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং পরে গাড়িটি পার্শবর্তী জমিতে গিয়ে পরে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ।গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনকে সেখান থেকে বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায় ।