স্কুলবয় সচিন রমেশ তেন্ডুলকরের মাস্টার ব্লাস্টার হয়ে ওঠার পেছনে অন্যতম অবদান ছিল তার দ্রোণাচার্য কোচ রমাকান্ত আচরেকরের। বিভিন্ন সময়ে সচিন তাঁর বক্তব্যে তার ছোট খেলার কোচ অর্থাৎ যার হাতে তিনি তৈরি সেই রমাকান্ত আচরেকারের স্মৃতি তুলে ধরেন। এমনকি ক্রিকেট থেকে অবসরের শেষ বক্তব্যে পরিবারের পাশাপাশি তার ক্রিকেটের শিক্ষাগুরুর অবদানের কথা তুলে ধরেছিলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম কিংবদন্তি প্রাক্তন তারকা সচিন রমেশ তেন্ডুলকর। অন্যদিকে রমাকান্ত আচরেকারের আরও এক অন্যতম প্রিয় ছাত্র ছিলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তথা একসময়ে সচিনের অভিন্নহৃদয় বন্ধু বিনোদ কাম্বলি। শুক্রবার ছিল রমাকান্ত আচরেকরের প্রথম মৃত্যুবার্ষিকী। এবার প্রয়াত কোচ রমাকান্ত আচরেকরের প্রথম মৃত্যুবার্ষিকীতে টুইট করে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন সচিন।
তিনি টুইটে লিখেছেন, আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন আচরেকর স্যার। গত বছর আচরেকরের মৃত্যুর পর সচিন আবেগেঘন টুইট করে লিখেছিলেন, স্বর্গে ক্রিকেট আপনার উপস্থিতিতে আলোকিত হবে। একইভাবে প্রয়াত কোচের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আচরেকরের আর এক অন্যতম প্রিয় ছাত্র বিনোদ কাম্বলি। তিনি লিখেছেন, কোনও গুরু আপনার মতো হবে না। কারণ আপনি শুধু আমাকে ক্রিকেটটাই শেখাননি বাস্তব জীবনের শিক্ষা দিয়ে গিয়েছেন। আপনাকে আজও খুব মিস করি আচেরকার স্যার।