জেলা

গুসকরায় ক্রেতা সেজে দামি বাইক হাতিয়ে চম্পট দুষ্কৃতী

গুসকরায় ক্রেতা সেজে লক্ষাধিক টাকা মূল্যেছর বাইক হাতিয়ে নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা শহরের সংহতিপল্লি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বাড়ুই নামের এক যুবক বছর দেড়েক আগে দামি একটি বাইক কেনেন। মাস তিন-চার আগে ওই বাইকটি বিক্রির জন্য ওএলএক্সের মাধ্যমে বিজ্ঞাপন দেন। তারপর বৃহস্পতিবার সকালে একটি অপরিচিত যুবক বাইকটি কেনার জন্য বিশ্বজিতের কাছে আসে।

বিশ্বজিৎবাবু বলেন, বাইকটি দেখার পর ওই যুবক তা চেপে দেখতে চান। তখন আমি ওই যুবককে আমার বাইকের পিছনে বসিয়ে আমাদের পাওয়ার হাউসপাড়ার গ্যারেজ থেকে স্কুলমোড় পর্যন্ত নিয়ে গিয়ে ফিরে আসি। কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওই যুবক নিজে বাইকটি চালিয়ে দেখার অনুরোধ করেন। তারপর আমি বিশ্বাস করে ওকে বাইকটি চালাতে দিয়েছিলাম। তখন ওই যুবক বাইকটি নিয়ে কলেজমোড়ের দিকে চালিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই যুবক ফিরে না আসায় তাদের সন্দেহ হয়। এরপর তার এক বন্ধুর বাইক নিয়ে নিজের বাইকের সন্ধানে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। ঘণ্টাখানেক পরেও বাইকের খোঁজ না পাওয়ায় তিনি পুলিসকে ঘটনার কথা জানিয়েছেন।

Loading

Leave a Reply