দেশ বিনোদন

গৃহবন্দি অবস্থায় সোশ্যাল সাইটে কালার ড্রেস চ্যালেঞ্জে মজেছে গৃহিণী থেকে যুবতীরা

লাকডাউনে গৃহবন্দি অবস্থায় মানসিক অবসাদ কাটাতে সোশ্যাল মিডিয়ায় ‘কালার ড্রেস চ্যালেঞ্জে’ মজেছে বাংলার গৃহিণী, যুবতী থেকে পড়ুয়ারা। নির্দিষ্ট রঙের পোশাক পরে ‘স্ট্যাটাস’ আপডেট করার চ্যালেঞ্জ আসছে হোয়াটস অ্যাপে। সেই চ্যালেঞ্জ নিয়ে চটজলদি স্ট্যাটাস আপডেট করতে পারলেই যেন জয়। চ্যা঩লেঞ্জ অনুযায়ী নির্দিষ্ট রঙের পোশাকের ছবি হাতের কাছে না পেলে, বাড়িতে সেই রঙের পোশাক পরেও ছবি তুলিয়ে অনেকে স্ট্যাটাস আপডেট করছেন। হোয়াটস অ্যাপে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে এই চ্যালেঞ্জ। তবে পাল্লা দিচ্ছে ঩ফেসবুকও। সেখানে আবার চলছে মেকআপ-উইথ আউট মেকআপ ছবি পোস্ট করার প্রতিযোগিতা। এছাড়া ফেসবুকের ‘নাও অ্যান্ড দেন’ চ্যালেঞ্জে মেয়েদের পাশাপাশি ছেলেরাও অংশ নিচ্ছেন। এক্ষেত্রে বহু বছরের পুরনো কোনও ছবির পাশে এখনকার ছবি অপলোড করা হচ্ছে। সর্বশেষ গেম যা ভাইরাল হয়েছে তা হল লকডাউনের জীবন শেষ হলে কার বাড়ি যাব ব্রেকফাস্টের জন্য, লাঞ্চ, কফি, ডিনারের জন্য কার বাড়িতে যাব। এক্ষেত্রে বন্ধুদের নামগুলি অবশ্য ফেসবুকই বাছাই করছে। এভাবেই সোশ্যাল সাইটে নানা নিত্যনতুন চ্যালেঞ্জে মজেছে বাঙালিরা। লকডাউনে গৃহবন্দি দশায় এইসব পোস্ট তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে নেটিজেনরা।



করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক পাল্টে দিয়েছে বাঙালির ডেলি রুটিন। গৃহিণীদের ভোর হলেই ছেলে বা মেয়েকে স্কুলের রেডি করা, টিফিন, স্বামীর জন্য লাঞ্চ তৈরি সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। চাকরিজীবী রমণীদের ক্ষেত্রে ব্যস্ততা আরও বেশি থাকে। ঘরে-বাইরে দুই দিক সামলে তাঁদের অবসরের ফুরসত থাকে না। কিন্তু বর্তমানে সেই আতঙ্ক এক নিমেষে উধাও হয়ে গিয়েছে। তাই অতিরিক্ত সময়ে সোশ্যাল সাইটে নানা খেলায় মেতে উঠেছেন রাজ্যের বিভিন্ন জেলার বধূ থেকে যুবতীরা। পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পড়ুয়ারাও এই গেমে অংশ নিচ্ছে। সোশ্যাল সাইটে যাদের খুব একটা অ্যাকটিভ দেখা যেত না, তারাও স্ট্যাটাস আপডেট করতে শামি হয়েছে। সবচেয়ে বেশি এখন ভাইরাল ‘ড্রেস চ্যালেঞ্জ’। বন্ধুর কাছ থেকে সোস্যাল সাইটে কখনও চ্যালেঞ্জ আসছে লাল রঙের, কখনও গোলাপী রঙের পোশাক পরা ছবি স্ট্যাটাসে দেওয়ার জন্য। চ্যালেঞ্জ গ্রহণ করেই তা করতে উদ্যোগী হচ্ছেন মহিলারা। হাতের কাছে পেলে ভালো, না হলে এই বিপর্যয়ের সময়েও কেউ কেউ বাড়িতে নতুন করে ছবি তুলে স্ট্যাটাস আপডেট করছেন। এই গেমে অংশ নেওয়াদের দাবি মেনে সব বান্ধবীদের হোয়াটস অ্যাপের স্ট্যাটাস এই রঙের পোশাকে ভরে উঠছে। তবে নতুন ও পুরনো ছবির পাশাপাশি সোশ্যাল সাইটে পোস্ট করার প্রবণতায় কিন্তু ছেলেরাও পিছিয়ে নেই। বাড়িতে বসে নতুন পুরনো ছবি আপলোড করছে তারাও। এই চরম সঙ্কটের সময়ে কোথাও যেন এসব করে অনেকটা সময় কাটিয়ে দিচ্ছে আধুনিক প্রজন্ম। এতে কিছুটা হলেও লাকডাউনের বিষন্নতা কাটিয়ে গৃহবন্দি থেকে করোনাকে জয় করার উৎসাহ পাচ্ছে বাঙালি।




Loading

Leave a Reply