জেলা

গোঘাটে ঘিঞ্জিপূর্ণ এলাকায় কোয়ারান্টাইন সেন্টারে অমত , ভবনের মেন রাস্তা ঘিরে দিলেন স্থানীয়রা।

প্রবল জনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন ভবন করতে না দেওয়ার দাবিতে গর্জে উঠলেন এলাকার মানুষ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে ভাদুর পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে একটি সরকারি জায়গায় গড়ে উঠবে কোয়ারেন্টাইন সেন্টার। যেখানে ভিন রাজ্য থেকে আগত মানুষরা ১৪ দিন সেখানে থাকবে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে। এই ঘটনা জানার পর গর্জে উঠলেন এলাকার মানুষ। এদিন সকালে এই সরকারি ঘরে যাওয়ার মূল রাস্তা ঘিরে দিলেন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি এই এলাকায় যদি ভিন রাজ্য বা দেশ থেকে আগত কাউকে নিয়ে আসা হয় তাহলে এখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হবে গ্রামের পর গ্রাম। তাই যাতে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে তার জন্যই এদিন তাদের এই কর্মসূচি।

এ বিষয়ে গোঘাট ১ বিডিও সুরশ্রী পাল বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তিনি নিজে এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে দেবেন। পাশাপাশি সাধারণ মানুষ যাতে অযথা আতঙ্কিত না হওয়ার সেই দিকে তিনি নজর রাখবেন।

Loading

Leave a Reply