কদিন আগে হিন্দু মহাসভা গোমূত্র পার্টি দিয়েছিল। তা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। তার পরেও কলকাতায় এক বিজেপি নেতা লোকজনকে ধরে ধরে গোমূত্র পান করার অনুরোধ করে।এক পুলিশকে গোমূত্র পান করান বলে অভিযোগ। এরপর বিজেপি নেতা গ্রেপ্তার হন। যদিও বিজেপি রাজ্য সভাপতি ওই বিজেপি নেতা পাশে দাঁড়িয়েছে। তিনি বলছেন”বিশ্বাস করে মরা ভালো, অবিশ্বাস করে বাঁচার চেয়ে। প্রতিষেধক বলে মনে হলে অবশ্যই খাওয়া উচিত। কে বলল গো মূত্র খেয়ে অসুস্থ হয়েছে? বিদেশে রফতানি হচ্ছে।
কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। আমিও তো বলছি বাঁচতে চাইলে কেউ খেতে পারেন।” পাশাপাশি জনতা কারফিউ দিন ঘন্টা বাজানো প্রসঙ্গে দীলিপবাবু মন্তব্য করেন। তিনি বলেন তিনি নিজে মানুষকে জনতার কার্ফু পালন করার পাশাপাশি নিজেও জনতার কার্ফুতে শামিল হবেন। তিনি আরও বলেন”শঙ্খধ্বনি জীবাণু মুক্ত করে। ভূমিকম্প হলে শাঁখ বাজিয়ে সতর্ক করা হয়। বিপদে সতর্ক করতে বাজানো হয় শাঁখ। আবার বাড়িতে অতিথি এলেও আমরা শাঁখ বাজাই। প্রধানমন্ত্রীর কথা মেনে বাড়িতে শঙ্খধ্বনি, ঘন্টাধ্বনি, উলু ধ্বনি দিন।”তিনি আরও বলেন “আমরা প্রাকৃতিক চিকিৎসায় দীর্ঘদিন বিশ্বাস করে এসেছি। টোটকা, জরিবুটি খেয়ে যাঁরা বিশ্বাস করেছে, তাঁরা সুস্থ আছে। আমরা সিজন অনুযায়ী খাবার বদলাই। এখন গরম পড়ছে বলে, নিমপাতা, নিমফুল ভেজে খাব। অতি আধুনিক হতে গিয়ে ছেলে মেয়েদের সর্বনাশ করবেন না। পাস্তা খেলে পস্তাতে হবে। নিম পাতার রস খান। পিৎজা, বার্গার,পাস্তা যাঁরা খান, তাঁরাই আক্রান্ত হয়েছেন।”