গোরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের শ্বশুরের অ্যাকাউন্টে ১২ কোটি টাকার হদিশ মিলেছিল। এমনকী পাচার চক্রের কিংপিন এনামুলের কোম্পানিতে সতীশের ছেলের চাকরি নিয়েও তদন্ত করেছে সিবিআই। এবার বিএসএফ কর্তার স্ত্রীর অ্যাকাউন্টেও ৪ কোটি টাকার হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা বিএসএফ কর্তার স্ত্রীর লকার তল্লাশি করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে সিবিআই।
তাদের ধারণা, গোরুপাচার কাণ্ডে ওই টাকার যোগসূত্র থাকতে পারে। যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবীদের দাবি, বিএসএফ কর্তার স্ত্রী একজন অভিনেত্রী। তাই তাঁর অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা থাকা অস্বাভাবিক কিছু নয়। বুধবার বিএসএফ কর্তাকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে, তাঁর জেল হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। তবে গোরুপাচার কাণ্ড এবার বিএসএফ কর্তার স্ত্রী সিবিআইএর র্যাডারে চলে আসায় ঘটনার নতুন মোড় নিল।