রাজ্য

গো-মাতার কাছে ক্ষমাপ্রার্থনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কিছুদিন আগেই দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন যে গরুর স্বর্ণথলি থাকে। যেখান থেকে গরুর দুধে সোনা পাওয়া যায়। পাশাপাশি তিনি বলেছিলেন গোমাতা অবশ্য বিদেশি গরুদের বলা যায় না। তাদের হাম্বা হাম্বা ডাক নিয়ে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। তারপরে দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় খিল্লি করা হয় বিজেপি রাজ্য সভাপতিকে। রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে সমালোচনাও করেন। এমন অবাস্তব দাবি অবশ্য এর আগে কেউ কখনও করেনি।

এই ঘটনার জন্য এবার গো মাতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি। তিনি বলেছেন ‘হে গোমাতা যারা তোমার প্রশংসা সহ্য করতে পারে না তাদের তুমি ক্ষমা করে দাও’। প্রসঙ্গত তিনি বলেছেন গরুর কুজে স্বর্ণথলী থাকে। আরো বলেছেন বিদেশি গরু নাকি হাম্বা হাম্বা করে ডাকে না। বলাবাহুল্য এর ফলে তিনি হাসির পাত্র হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছেন বিদেশি গরুদের নাকি গোমাতা বলে ডাকা যায় না।

Loading

Leave a Reply