কালনার শতাব্দী প্রাচীন মহারাজা উচ্চবিদ্যালয়ে গ্র্যান্ড পেরেন্টস ডে কর্মসূচি সকলের প্রশংসা কুড়াল। এই বিশেষ দিনে নাতিদের ছোট্ট হাত ধরে নিজেদের পুরনো স্কুলে এসে নস্টালজিক হয়ে পড়লেন দাদুরা। অনেকের বয়সের ভারে চোখের দৃষ্টিশক্তি কমলেও আজও স্কুল জীবনের স্মৃতি তাঁদের কাছে বেশ স্বচ্ছ। স্কুলের দেওয়াল হাতরে অতীত স্মৃতির ঝলক মনে করার চেষ্টা করলেন অনেকেই। মাইক হাতে অতীতের স্মৃতি তুলে ধরতে গিয়ে চোখে জল এল তাঁদের। এমন উদ্যোগে ছাত্র জীবনের স্মৃতি ফিরে পেয়ে আপ্লুত দাদুরা। নবীন এবং প্রবীনদের মিলিত হওয়ার কর্মসূচি কার্যত উৎসবের চেহারা নিল। কালনার এই স্কুলটি বহু প্রাচীন। শিক্ষাক্ষেত্রে এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। স্কুল কর্তৃপক্ষের মতে, বর্তমানে বিভিন্ন স্কুলে পেরেন্টস ডে পালিত হয়। তবে অনেক পরিবারেই আগের মতো দাদু ঠাকুমাদের সঙ্গে নাতি-নাতনিদের সম্পর্কের মেলবন্ধন সেভাবে গড়ে ওঠে না।
এই রকম পরিস্থিতিতে দাদু ঠাকুমাদের সঙ্গে নাতিদের সম্পর্ক আরও গভীর করে গড়ে তুলতে এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয় কর্তপক্ষ। স্কুলের শতাধিক পড়ুয়া তাদের দাদু ঠাকুমার হাত ধরে স্কুলে হাজির হয়। স্কুল বেলুন দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়। স্কুল কর্তৃপক্ষ ওই প্রবীণদের কিছু বলার জন্য সুযোগ করে দেয়। অনেকেই তাঁদের বক্তব্য রাখতে গিয়ে চোখের জল চলে আসে। আসলে অনেক দাদু এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন তারা বলেন ছোটবেলার স্মৃতি আজও মনে পড়ে নাতির হাতধরে এদিন শৈশবের অনেক স্মৃতি নতুন করে আবার ফিরে পেলাম। মাস্টারদের কান মলা, তাঁদের কড়া শাসনের পাশাপাশি স্নেহ-ভালোবাসা আজও ভুলতে পারিনি। স্কুলের দেওয়াল স্পর্শ করে যেন এক চিলতে সেই স্মৃতিটুকু কিছুক্ষণের জন্য ফিরে পেয়ে আমরা আপ্লুত।