দেশ রাজ্য

ঘরে ফিরল রাজস্থানের কোটায় আটকে থাকা বাংলার পড়ুয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেশে রাজ্য সরকারের তৎপরতায় বাড়ি ফিরলেন রাজস্থানের কোটায় আটকে থাকা বাংলার পড়ুয়ারা। রাজ্য সরকার প্রথমে রাজি ছিল না। কিন্তু এনিয়ে সচেষ্ট হন বহরম‌পুরের সাংসদ তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। ছাত্রছাত্রী ও অভিভাবকদের
অসহায়তার কথা উল্লেখ করে তিনি বারবার রাজ্য সরকারের কাছে এনিয়ে দরবার করেন। লোকসভায় কংগ্রেসের দলনেতা প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন। সেখান থেকে সাহায্যের আশ্বাস পেলে কথা বলেন রাজ্য সরকারের সঙ্গেও।




প্রসঙ্গত,গত ২৭ এপ্রিল সোমবার মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়ে উদ্যোগ নিচ্ছেন বলে জানান। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়ে দেন, কোটায় আটকে থাকা বাংলার ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনা হবে। তিনি বিষয়টি নিজে দেখছেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই আশ্বাস মতোই কাজ করে নবান্ন।এদিন তাদের বাড়ি ফেরানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা এদিন রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীক মমতা ব্যানার্জিকেও।


Loading

Leave a Reply