ফিচার

চরম দুঃসময়ে কলকাতায় ঠেলাওয়ালার ভগবান দর্শন, দুষ্প্রাপ্য ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বব দত্তঃ- গ্রীষ্মের দুপুর,শহর জুড়ে কালো পিচের রাস্তা গুলো যেন এঁকেবেঁকে অজগর হয়ে গিলে খেতে আসছে। তাদের মাথার উপর ছাদ নেই, পেটে অন্ন নেই, হাতে কাজ নেই, তাই খোলা আকাশের নিচেই খানিক জিরিয়ে নিচ্ছে।কারো কোনক্রমে একবেলা জুটছে, কারো তাও ঠিকঠাক জুটছে না। টিভিতে, খবরের কাগজে, খবর প্রকাশিত হচ্ছে দেশের প্রধানমন্ত্রী দেশের সমস্ত গরিব মানুষের খাবার ব্যবস্থা করেছেন। রাজ্য সরকার রেশনে চাল ডাল দিচ্ছেন। কিন্তু যে মানুষগুলোকে রাস্তা নামক অজগর গিলে খেতে আসছে তারা কোথায় এসব পাওয়া যায় পেট ভরানোর রসদ তা জানেনা। তার চেয়ে প্রচন্ড রোদে ঠেলার নিচে জিরিয়ে নিয়াই শ্রেয় বলে মনে হয়েছে। হঠাৎই দুইজন লোক তাদের ঠেলে তুলল।

চমকে উঠে বয়স্ক মানুষটি দেখলেন সাক্ষাৎ দুই ভগবান হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশ্বরকে দেখিনি তারা কোনদিন। তবে তারা এটা দেখলেন প্রচন্ড দুঃখের দিনে স্বয়ং ভগবান খাবার হাতে নেমে এসেছে, চোখ ঠেলে বেরিয়ে আসা মানুষটির সামনে। ঈশ্বরী পাটনী কবিতার বিখ্যাত লাইন আজ বড্ড বেশি করে মনে পড়ছে। “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”। দুধ না হোক অন্তত এই চরম দুর্দিনে একমুঠো ভাতের ব্যবস্থা হোক সকলের জন্য। সরকার খাতায় কলমে যা করতে পারে বাস্তবের মাটিতে তা অনেক সময়ই দুঃসাধ্য হয়ে ওঠে। কিন্তু ঈশ্বর নামক পুলিশ আজ তা করে দেখাচ্ছে। পুলিশের বোধ হয় করোনা হয় না। পুলিশের বাধায় সংসার হয় না। পুলিশের জন্য বোধহয় বাড়িতে কেউ অপেক্ষা করে না। যখন দেশের ধর্ম স্থান থেকে শিল্প স্থান একপ্রকার বন্ধ, যখন মানুষ গৃহবন্দী, তখন এই মুমূর্ষু মানুষের ঈশ্বর পুলিশই। ওই দিনমজুরের সামনে দাঁড়িয়ে থাকা দুই ঈশ্বর হলেন সাউথ-ইস্ট ট্রাফিক গার্ডের পুলিশ (Kolkata Police) অফিসার।

ওই মজুরের কাছে এই দুই পুলিশ অফিসারই সাক্ষাৎ ভগবান। ফেসবুকে এই ছবিটি ভাইরাল হয়েছে। সকলেই ধন্য ধন্য করছেন। কিন্তু এই করোনাকে কেন্দ্র করেই পুলিশ যদি পান থেকে চুন খসিয়ে ফেলে তখন এই ফেসবুকে যারা পুলিশকে ধন্যধন্য করছেন তারাই কিন্তু ভগবানকে আসামির কাঠগড়ায় তুলে দেবেন। আসলে সমাজকে স্থিতিশীল রাখতে কখনো কখনো ঈশ্বর কেও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। শ্রীকৃষ্ণ জানতেন কুরুক্ষেত্র যুদ্ধের ভয়াবহতা। তার পরেও তিনি সেই যুদ্ধ থামাননি। তিনি চেয়েছিলেন’ যুদ্ধ হতে দিতে। কখনো কখনো হয়তো মানুষের ভালোর জন্যই পুলিশকে নিষ্ঠুর হতে হয়। কিন্তু এই করোনাকে কেন্দ্র করে এ রাজ্যের, এ দেশের গরীব,আক্রন্ত ও গৃহবন্দী মানুষের ভগবান পুলশই।

Loading

Leave a Reply