তুমি চাইলে আকাশের চাঁদটাও তোমার জন্য এনে দিতে পারি। তবে গোটা চাঁদ এনে দিতে না পারলেও বিবাহ বার্ষিকীতে স্ত্রীর জন্য সারপ্রাইজ গিফট হিসেবে চাঁদের এক টুকরো জমি উপহার দিলেন স্বামী। এবার বিবাহ বার্ষিকীর আগেই পরিকল্পনা ছিল, স্ত্রীর জন্য এমন একটা উপহার দেবেন যা একেবারেই আলাদা। এই ভাবনা থেকেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির যুবক শোহেব আহমেদ ঠিক করেন চাঁদের জমি কিনে বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে উপহার দেবেন। কথা মতোই কাজ চাঁদের বাষ্প সাগর অঞ্চলে এক একর জমি কিনেছেন শোহেব।
ইন্টারন্যাশনাল লুনার রেজিস্ট্রির কাছ থেকে কেনা ওই জমির দাম পড়েছে ৪৫ ডলার। চাঁদে বাড়ি করার জন্য স্বামীর কাছ থেকে জমি উপহার পেয়ে আপ্লুত সাহেবের স্ত্রী মাদিহা। তবে এই উপহারের ভাবনায় তাকে উদ্বুদ্ধ করেছেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। ২০১৮ সালে সুশান্ত চাঁদে জমি কিনেছিলেন। এমনকী শাহরুখ খান থেকে টম ক্রুজ বহু সেলিব্রিটির চাঁদে জমি রয়েছে। তার পরেই এই সিদ্ধান্ত নেন শোহেব। মার্কিন ডাক পরিষেবার মাধ্যমে বাড়িতে বসেই তারা চাঁদে জমি কেনার নথিপত্র পেয়ে গিয়েছেন।