টাকার জোরে এক চিকিৎসকের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তুললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘটনাটি চুঁচুড়া পুরসভার ১৯ন ম্বর ওয়ার্ডের যুগীপাড়া এলাকায়। অভিযুক্ত চিকিৎসকের নাম এন.কে বাসু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত লোকসভা ভোটের পর থেকেই চুঁচুড়া শহরের পুকুর ভরাট নিয়ে সরব হন চুঁচুড়ার বিধায়ক। বেশ কয়েকটি পুকুর ভরাট হওয়া থেকে তিনি রুখে দেন। বছর খানেক আগে এই পুকুর ভরাট বন্ধ করে করে দিলেও সম্প্রতি সেই পুকুর পুনরায় ভরাট করা শুরু হয় বলে অভিযোগ। অভিযোগ এন.কে বাসু নামে জনৈক চিকিৎসক সেই পুকুরের সীমানা বরাবর লাগানো বিএলআরও দপ্তরের খুঁটি উপরে দিয়ে পুকুর ভরাট করছিল। মঙ্গলবার সেখানে বিধায়ক পৌঁছলেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও সেসময় সেখানে অভিযুক্ত চিকিৎসক উপস্থিত ছিলেন না। বিধায়ক অভিযোগ করে বলেন, ওই চিকিৎসক সম্পূর্ণ বেআইনিভাবে পুকুরটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে।
পাশাপাশি তিনি আরও বলেন সাধারন মানুষ যেখানে মিউটেশন করতে গেলে বহু সময় লাগে সেখানে ওই চিকিৎসক কি করে একদিনের মধ্যে মিউটেশন করে নিল। বিধায়কের বক্তব্য এর মধ্যে অন্যও গন্ধ আছে। তিনি এবিষয়ে আজই জেলাশাসকের দ্বারস্থ হন।
যদিও এ বিষয়ে বিজেপির দাবি, সারা রাজ্যে কি চলছে সেটাই আজ হাতেনাতে প্রমাণ পেলেন বিধায়ক।