বিশ্ব

চীনে সুস্থ হয়ে যাওয়া ৩-১০ শতাংশ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত

এবার কী মারণ ভাইরাস করোনা চরিত্রগত বদল করল। বিষয়টি রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্ববাসীর কাছে। কারণ চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে যাওয়া তিন থেকে ১০ শতাংশ মানুষের কারণে আক্রান্ত হয়েছেন বলে চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর। তাই করোনা ভাইরাস কোভিড ১৯ চরিত্র বদল করছে বলেই মনে করছেন অনেকে। কয়েকদিন আগে খবর পাওয়া গিয়েছিল যে, চীন নাকি পুরোপুরি মুক্ত হয়েছে করোনা থেকে।

কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরেও বহু মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন এই ভাইরাস। এদিকে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের কোনও প্রতিষেধক আবিষ্কার না হলেও এভাবে ভাইরাসের চরিত্র বদল ভাবিয়ে তুলেছে গবেষকদের। এদিকে ভারতবর্ষেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই ভারতবর্ষে করোনা আক্রান্ত ৯০০ ছাপিয়ে গেছে। মৃত্যু হয়েছে ১৯ জনের। এই মুহূর্তে করোনা নিয়ে যখন গোটা বিশ্ববাসী তটস্থ তখন নতুন করে চীনে আক্রান্তের খবর মেলায় আতঙ্ক বেড়েছে।

Loading

Leave a Reply