দেশ

চীন থেকে সাড়ে ৬ লক্ষ কিট আসছে ভারতে

করোনা লড়াইয়ে চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন, পর্যাপ্ত টেস্ট দরকার। করোনাকে জয় করতে করতে একটাই মন্ত্র টেস্ট, টেস্ট ও টেস্ট। যদিও বারবার অভিযোগ উঠছে দেশে পর্যাপ্ত টেস্ট হচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, পর্যাপ্ত কিট ভারতবর্ষে মজুত নেই। এব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদাসীনতারও অভিযোগ তোলে তারা। অনেক রাজ্যেই পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলে অভিযোগ ওঠে। যদিও এনিয়ে বাকবিতণ্ডার মাঝেই চীন থেকে ভারতে কিট আসছে বলে খবর। জানা গিয়েছে, চীন থেকে ভারতে আসছে সাড়ে ৬ লক্ষ কিট। বেজিং ও কুয়াংচৌয়ের ভারতীয় দূতাবাস এক্ষত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। ওই সংখ্যক কিটের মধ্য রয়েছে র্যা পিড অ্যান্টিবডি টেস্টিং কিট ও আরএনএ নেওয়ার কিট। এই কিট এলে টেস্টিংয়ের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে বলে সকলের মত।



অন্যদিকে, এই কিট আমদানির খবর মিলতেই বেশ কিছু জল্পনা নতুন করে নাড়া দিচ্ছে। এর আগে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, চীন আগে থেকে মেডিক্যাল সামগ্রী তৈরি করে রেখেছে। করোনা নামের ওই জৈব ভাইরাস ইচ্ছা করে বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছে। যাতে ওইসব সামগ্রী বিভিন্ন দেশে বিক্রি করতে পারে। ভারতকে কিট রপ্তানি করার খবরে সেই সম্ভাবনাই নতুন করে উসকে দিয়েছে।

Loading

Leave a Reply