জেলা

ছন্দে ফিরছে হুগলির চন্দননগরের উর্দিবাজার

মাসখানেক আগেই করোনা আতঙ্ক গ্রাস করেছিল হুগলির চন্দননগরের উর্দ্দিবাজারকে। তড়িঘড়ি পুলিশ-প্রশাসনের উদ্যোগে ঘিরে ফেলা হয়েছিল চন্দননগর পুরনিগমের ১২নম্বর ওয়ার্ডের এই উর্দিবাজার এলাকা। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় স্থানীয় তৃণমূল নেতা মহঃ আনোয়ার সহ বেশকয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল গোটা জেলাজুড়ে। এখানকার বহু পরিবারকেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছিল। যদিও অত্যন্ত সূখবর যে উর্দ্দিবাজারকে বর্তমানে একপ্রকার করোনা মুক্ত বলা হচ্ছে। যেকজন উর্দ্দিবাজারে করোনা পজেটিভ হয়েছিল তাঁরা সকলেই করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন। তবে দিনকয়েক আগের স্মৃতি ভুলতে পারেনি এখানকার মানুষরা। স্থানীয়রা বলছেন, সেসময় আমরা কেমন জানি একঘরে হয়ে গিয়েছিলাম।

অন্যদিকে এবিষয়ে করোনাকে জয় করা তৃণমূল নেতা মহঃ আনোয়ার বলেন এখনও উর্দিবাজারের মানুষ শুনলে কেউ কাজ দিচ্ছে না। আমরা চাই কেউ যেন আমাদেরকে ভুল না বোঝেন। সবমিলিয়ে পুলিশ ও প্রশাসনিক তৎপরতায় ছন্দে ফিরছে হুগলির চন্দনগরের উর্দি বাজার। তবে প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে উৎসাহী না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Loading

Leave a Reply