ঐশী ঘোষের মিছিলে অনুমতি দিল না রাজ্য পুলিশ৷ দুর্গাপুরের আশীষ মার্গ থেকে চন্ডীদাস বাজার পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয় এসএফআইয়ের তরফে৷ কিন্তু আশীষ মার্গের কাছে মুখ্যমন্ত্রীর মিছিল থাকায়, ঐশীদের মিছিলে অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে৷ (ছবি সংগৃহীত)
ঐশীর মিছিলে পুলিশি অনুমতি না পাওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে এসএফআই৷এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগে থেকে অনুমতি নেওয়া ছিল আমাদের৷ কিন্তু হঠাৎ করে পুলিশ জানিয়ে দিয়েছে, সেই অনুমতি তারা বাতিল করছে৷ আমাদের মিছিল শান্তিপূর্ণভাবেই চলত৷ আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বাচ্চা মেয়ে ঐশীকে ভয় পেয়ে গেছেন৷ তাই মিছিলে পুলিশ অনুমতি দেয়নি৷ আমরা আগেই জানতাম, কারণ আমরা মনে করছি, যে পুলিশ অনুব্রত মণ্ডলের বাড়িতে উর্দি পরে বসে থাকে সেই পুলিশ পক্ষে এটাই প্রত্যাশিত৷ আসলে মোদি ও মমতা দু’জনেই একই মুদ্রার বিন্ন পিঠ৷ ওরা ভয় পেয়েছে, প্রতিবাদী কন্ঠস্বরকে ৷ (ছবি সংগৃহীত)
অন্যদিকে যাদবপুরে ১৮ তারিখ কলেজে ভোটের আগে ঐশী ঘোষকে নিয়ে প্রচার করতে চেয়েছিল বাম নেতৃত্ব। তাঁকে দিয়েই নির্বাচনের আগে যাদবপুরের এসএফআইকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিল বাম নেতৃত্ব। পরিকল্পনা ছিল, ১৪ ফেব্রুয়ারি ঐশী ঘোষ বক্তব্য রাখবে যাদবপুর ক্যাম্পাসে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া নীতি। এই নীতির জেরে কোনও বহিরাগত রাজনৈতিক প্রচারের উদ্দেশে বিশ্ববিদ্যলয়ে প্রবেশ করতে পারবে না। যার জেরে ক্যাম্পাসের বাইরেই ঐশী ঘোষের সভা করতে হবে বলে মনে করা হচ্ছে। (ছবি সংগৃহীত)