জেলা

ছাত্র যুব শিক্ষক মঞ্চ ও শালবনী তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ১৫০ জনকে খাদ্যসামগ্রী বিতরন

সাধারণ মানুষ সরকারের ডাকে সাড়া দিয়ে গৃহবন্দী, করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনই একমাত্র এই মারন রোগ থেকে বাঁচার উপায়। সেইসময় সাধারণ মানুষের যাতে দৈনন্দিন জীবনযাপন সরকারের তরফ থেকে পর্যাপ্ত রেশনের পরেও দুর্বিষহ হয়ে উঠেছে তাদের পাশে দাঁড়ালো ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চ এবং শালবনী সদর উত্তর তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি। মঞ্চের তরফে তন্ময় সিংহ জানালেন তারা মোট একহাজার জনকে সরিষার তেল, সোয়াবিন ও মুসুর ডাল দেওয়ার লক্ষ্য মাত্রা নিয়ে তারা আজ কেশপুর,শালবনী ও গড়বেতা ২ ব্লকের ১৫০ জনকে দিয়ে শুরু করলেন এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান।

তিনি পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি র রাজ্য সভাপতি অশোক রুদ্র মহাশয় ও শালবনী ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ কে এই উদ্যোগে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। সদর মহকুমা র বিভিন্ন ব্লকে তাদের সংগঠনের নেতৃত্ব ও মঞ্চের সদস্য দের মাধ্যমে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান। এই কাজটি সম্পূর্ণ করতে ও করোনা সচেতনতা প্রচারের কাজে নীতিশ কোলে, চন্দন মাসান্ত, সুব্রত দাস, বিশ্বজিৎ সিনহা, অজিত দুলে, সঞ্জয় নামহাতা, অমর চৌধুরী, অভিজিত ঘোষ, অভিষেক মন্ডল, শুভম চাউলিয়া, বিল্টু রানা, লক্ষী সামন্ত,পূজা চ্যাটার্জী, জিশান আলি, বিপ্লব সরেন, জহর লাল বিষই, বাপ্পা বিষয়ী, অমিত মারিক, রামসরোজ মুখার্জি, অরুন মাহাত, বিশ্বজীত পাল, সবিতা দুয়ারী, অমল নাগ, কুনাল কান্তি শীট, ঠাকুরদাস মাহাত প্রমুখেরা কাজ করছেন বলে তিনি জানান। এছাড়াও সোস্যাল মিডিয়া র সমস্ত বন্ধু দের ও শালবনী ব্লক তৃনমুল কংগ্রেস ও যুব তৃনমুল কে মঞ্চের তরফে কৃতজ্ঞতা জানানো হয় এই করোনা ভাইরাসের আতঙ্ক মোকাবিলায় জনগণকে সচেতন করতে তাদের ভূমিকা র জন্য।

Loading

Leave a Reply