রাজ্য

জখম পথকুকুরের চিকিৎসা করাতে গিয়ে ১ লক্ষ টাকা খোয়ালেন দম্পতি

কলকাতার সল্টলেকে বাড়ির বারান্দা থেকে একটি পথ কুকুরের বাচ্চাকে গাড়ির ধাক্কায় জখম হতে দেখেন দিল্লির বসন্ত কুঞ্জের বাসিন্দা অনন্ত শ্রফ ও তাঁর স্ত্রী তমন্না কানোরিয়া। কয়েকদিন আগে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে তারা কলকাতায় এসেছেন। কিন্তু ওই কুকুরটিকে জখম হতে দেখে স্থির থাকতে পারেননি তাঁরা। তার চিকিৎসার জন্য উদ্যোগ শুরু করেন। কিন্তু অনলাইনে কোথায় চিকিৎসা করাবেন সেই ঠিকানা খুঁজতে গিয়ে এক লক্ষ টাকা খোয়ালেন ওই দম্পতি। প্রতারকদের ফাঁদে পড়ে টাকা খোয়ানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাঁদের অভিযোগ, এ ব্যাপারে পুলিশকে জানানোর পরেও কোনওরকম সুরাহা এখনও পর্যন্ত হয়নি। তাদের অভিযোগ, পুলিশকে বিষয়টি জানানোর পর একটি জেনারেল ডায়েরি করে দায় সারা হয়েছে।

থানায় অভিযোগ দায়ের করার পরেও কাজ না হওয়ায় অবশেষে বিধান নগর পুলিশ কমিশনারেটের ফেসবুক পেজেও এই ঘটনার কথা জানিয়েছেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গেছে, আহত সারমেয়েটিকে দেখে স্থির থাকতে পারেননি ওই দম্পতি। ইন্টারনেটে পশু চিকিৎসক বা পশু হাসপাতালের খোঁজ করতে থাকেন। অনলাইনে পাওয়া একটি নম্বরে ফোন করেন তাঁরা। ফোনের ওপার থেকে তাঁদের জানানো হয়, তাঁদের মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। তাতে ক্লিক করে মাত্র ১০ টাকা জমা করলেই পাঠানো হবে উদ্ধারকারী দল। কিছুক্ষণের মধ্যেই ওই দম্পতির মোবাইলে লিঙ্ক চলে আসে। তাতে ক্লিক করে পেটিএমের মাধ্যমে ১০ টাকা জমা করেন তাঁরা। তার পরেও অবশ্য উদ্ধারকারী দল আসেনি।

তার বদলে ফাঁকা করে দেওয়া হয় দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাংক থেকে ফোন করে জানানো হয় বড় অংকের টাকা একাধিক অনলাইন লেনদেনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। কিছুদিন আগে চাকরি ছেড়ে নিজেদের ব্যবসা শুরু করেছেন অনন্ত। সেখানে লাভের মুখ দেখার আগেই এমন প্রতারণার শিকার হওয়ায় রীতিমতো ভেঙে পড়েছেন তিনি। ব্যাংকের মাধ্যমে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, মোট চার দফায় ৯৭ হাজার টাকা ট্রানজাকশনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। তারপর ৪ হাজার টাকা আরও একটি ট্রানজাকশন করা হয়েছে। অ্যাকাউন্ট থেকে অর্থ প্রতারণার এই অভিনব দৃষ্টান্ত সামনে আশায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Loading

Leave a Reply