দেশ

জঙ্গি নয়, পাকিস্তানী পঙ্গপালের হানা গুজরাট ও রাজস্থানে, বিনাশ করতে আসছে ১০টি বিদেশি মেসিন

পাকিস্তান থেকে আগত এই নতুন ধরনের ‘জঙ্গি’দের আক্রমণে রীতিমতো ত্রাহি ত্রাহি রব উঠেছে গুজরাট ও রাজস্থান সীমান্ত এলাকায়। এই নতুন ত্রাস জঙ্গিদের থেকে কোনও অংশে কম নয়। এই জঙ্গি দল হল রাশি রাশি পঙ্গপাল। পাকিস্তান থেকে তারা এসে গুজরাট ও রাজস্থানের সীমান্ত এলাকার জমিতে আশ্রয় নিয়েছে। তাই কোনো সমঝোতার রাস্তায় যাওয়ার উপায় নেই। তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা ছাড়া আর কোনও উপায় নেই কৃষিমন্ত্রকের। তাই এই পঙ্গপালের দলকে বিনাশ করতে বিদেশ থেকে বিমানে উড়িয়ে আনা হচ্ছে দশটি আধুনিক মেশিন।

জানা গেছে এই পঙ্গপাল মারার প্রধান উপায় হলো অত্যাধুনিক মেশিনের সাহায্যে তাদের শরীরের ওপর বিশেষ কীটনাশক ছড়াতে হবে। তার ফলে সকালে রোদ ওঠার পর তারা উঠতে গেলে প্রতিক্রিয়ায় পঙ্গপাল মরে যাবে। কিন্তু ভারতের কাছে এই যুদ্ধাস্ত্র বেশি নেই। পাকিস্তান থেকে যেভাবে রাশিরাশি পঙ্গপাল এসেছে তাতে তাদের সমূলে বিনাশ করতে অন্তত ১০০ টির বেশি মেশিন প্রয়োজন।  কিন্তু ভারতের হাতে এই ধরনের মেশিন রয়েছে ৫০টি। কিন্তু একমাত্র এই ধরনের মেশিন তৈরি  হয় ব্রিটেনে। তাই যত দ্রুত সম্ভব অন্তত দশটি মেশিন অর্ডার দেওয়া হয়েছে। তারপরে আরও ৫০ টি মেশিন আনার কথা চলছে। ভারতে এসে পৌঁছলে মেশিন গুলো পাঠিয়ে দেওয়া হবে জয়সালমীরের যুদ্ধক্ষেত্রে।

তবে শুধু মেশিন না থাকার জন্য অসুবিধা হচ্ছে তা নয়। প্রাকৃতিক কারণে সমস্যা দেখা দিয়েছে। সাধারণত এতদিন পর্যন্ত পঙ্গপালের হামলা নভেম্বরের মধ্যে শেষ হয়ে যেত। কিন্তু এবার শীত আসার পরেও পঙ্গপালের হামলা থামছে না। এটা যথেষ্ট উদ্বেগের বিষয় বলে কৃষিমন্ত্রকের মত। তবে নতুন মেশিন এসে গেলে এই পঙ্গপাল নিধনের কাজ অনেকটাই সহজ হবে বলে তাদের দাবি।

Loading

Leave a Reply