জেলা

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া লিওন আহমেদকে নিয়ে ডোমকল ও জলঙ্গীতে তল্লাশি

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : ১৯ শে সেপ্টেম্বর আল-কায়েদার সঙ্গে যোগাযোগ সংযোগ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল লিয়ান আহমেদকে। পুনরায় মঙ্গলবার দুপুরে লিওন আহমেদকে নিয়ে মুর্শিদাবাদ জেলার ডোমকলে তার বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় সংস্থা এনআইএ- এর প্রতিনিধি দল।যদিও কোনো মন্তব্য করতে চাননি এনআইএ স্পেশাল দলের আধিকারিকরা পাঁচটি গাড়ি করে বিএসএফ ও পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা এনআইএ- এর প্রতিনিধি দলের আধিকারিকরা ।

প্রথমে লিওন আহমেদ বাড়িতে তল্লাশি চালান এদিন লিয়নের বাড়িতে দুপুর ১ টা নাগাদ লিওন আহমেদকে সহ উপস্থিত হন এবং তার বাড়িতে প্রায় ৪০ মিনিট ধরে চলে তল্লাসি চালান। যদিও পরিবারের দাবি কোন কিছুই মেলেনি ঘর থেকে ফলে খালি হাতে ফিরে যেতে হয় এনআইএ দলকে এবং লিওন কে সঙ্গে নিয়ে জলঙ্গী থানায় ওসির সঙ্গে বসেন ।সেখান থেকে কথা বলে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।প্রশ্ন করা হলে কোনো কথা বলেননি আধিকারিকরা।

Loading

Leave a Reply